ভাবনা বিলাস
লিখেছেন লিখেছেন মামুন ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৩৯:১০ দুপুর
ভাবনা বিলাস
.
ইচ্ছেগুলো সব
অনিচ্ছার মায়াজালে জড়ানো,
ভাবনার পুচ্ছদেশ
ভ্রান্তির শিখর বিন্দুতে আজকাল
অবিরত আসা-যাওয়ায় ব্যস্ত।
অণুক্ষণ কেটে যায় বিষম বিষন্নতায়
কষ্টের পাগলা ঘোড়ায় চড়ে।
.
এমনই এক উদ্বেগমুখর কালো সাঁঝে
তোমায় কাছে পাওয়া!
তব অবগুণ্ঠিত দৃষ্টির
ভীরু হরিণীর চকিত চাহনি,
হৃদয়ে এনে দেয়
প্রশান্তির বল্গাহীন ফল্গুধারা!
ডুবে যেতে যেতে
আমি ভেসে উঠতে চাই
একটুকরো খড়ের মত তোমায়
আঁকড়ে ধরে হে প্রিয়তমা!
বিষয়: সাহিত্য
৭৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন